scorecardresearch
 

Anubrata Mondal: অনুব্রতকে কলকাতায় আনবে রাজ্য পুলিশই, ইডি নিয়ে যাবে দিল্লিতে, নির্দেশ আদালতের

কাটতে চলেছে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট। এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, 'হাইকোর্টের নির্দেশ মেনেই অনুব্রতকে কলকাতায় আনতে হবে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জেল কর্তৃপক্ষকে নির্দেশ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • কাটতে চলেছে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট।
  • এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, 'হাইকোর্টের নির্দেশ মেনেই অনুব্রতকে কলকাতায় আনতে হবে।

কাটতে চলেছে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট। এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, 'হাইকোর্টের নির্দেশ মেনেই অনুব্রতকে কলকাতায় আনতে হবে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জেল কর্তৃপক্ষকে নির্দেশ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের।

আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র ভূমিকা কী হবে তা সোমবার স্পষ্ট করে দিয়েছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল দিল্লি নিয়ে যাওয়ার সময় অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার জন্য। তা নিয়ে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে গিয়েছিলেন জেল কর্তৃপক্ষ। কলকাতা হাই কোর্টের দেওয়া নির্দেশ স্পষ্ট করে হয়েছে আদালতের তরফে। বলা হয়েছে, আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতকে কলকাতা নিয়ে যাবে এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ।

সেখানে কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা করে ফিট সার্টিফিকেট নেওয়ার পর অনুব্রতকে ইডির হাতে তুলে দেওয়া হবে। এর পর ইডি অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাবে। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আরও জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ পালন করা হোক।

আরও পড়ুন-সারদা-কাণ্ডে CBI তদন্তে গড়িমসির অভিযোগ, মমতাদের পাল্টা মোদীকে চিঠি শুভেন্দুর

 

Advertisement