দক্ষিণ ভারতে ক্রমশই আবহাওয়ার অবনতি হচ্ছে। মৌসম ভবন জানাচ্ছে, আজ ৮ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় Mandous-এ পরিণত হতে পারে। এর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু ও পুদুচেরিতে। এছাড়া দুর্যোগের আশঙ্কায়, তিরুভারুর জেলার স্কুল এবং তাঞ্জাভুর জেলার স্কুল এবং কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
IMD-র তথ্য অনুসারে, বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগে সেটি চেন্নাই থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দূরে অবস্থিত করছিল। আইএমডি একটি বুলেটিনে জানাচ্ছে যে, গভীর নিম্নচাপটি একটি ঘূর্ণিঝড়ে (Cyclone Mandous) রূপান্তরিত হতে পারে এবং তার প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে একটানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি গত ৬ ডিসেম্বর গভীর নিম্নচাপে পরিণত হয় এবং সেটি করাইকাল থেকে প্রায় ৬৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং চেন্নাই থেকে প্রায় ৭৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত ছিল। আজ ৮ ডিসেম্বর, এটির দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর তামিলনাড়ু-পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে পৌঁছানোর কথা রয়েছে।
এর প্রভাবে, ৮ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে তামিলনাড়ু উপকূল, পুদুচেরি, করাইকাল, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসিমায় হালকা থেকে মাধারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে আজ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার হতে পারে বলেও জানাচ্ছে আইএমডি।
বাংলার আবহাওয়া
এদিকে আন্দামান সাগরে (Andaman Sea) অতি গভীর নিম্নচাপের জেরে আগামিকাল শুক্রবার থেকে সাময়িকভাবে বাড়বে রাজ্যের তাপমাত্রা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোনও কোনও জায়গায় মেঘলা আকাশ দেখা যাবে। যার জেরে সাময়িকভাবে বাড়বে রাতের তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) একই পরিস্থিতি দেখা যাবে। সেখানেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও কয়েকদিনের জন্য বাড়তে পারে তাপমাত্রা।
আরও পড়ুন - হাতের মধ্যমার নিচে এই চিহ্ন নেই তো? ব্যর্থতা-দুর্ভাগ্য হতে পারে চিরসঙ্গী