'একদম চিপ কথা বলবেন না', প্রকাশ্যে MLA-কে ধমক মুখ্যমন্ত্রীর

রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকের মঞ্চে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর ধমক তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরিকে। মুখ্যমন্ত্রী বলেন, 'MLA-রা যদি মনে করেন তাঁরা নিজেদের মতো করে চিপ কথা বলবেন তাহলে আমি বলতেই দেব না। '

Advertisement
'একদম চিপ কথা বলবেন না', প্রকাশ্যে MLA-কে ধমক মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
হাইলাইটস
  • রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকের মঞ্চে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • এক বিধায়ককে ধমক দিলেন তিনি
  • ইসলামপুর আলাদা জেলা হবে না, সাফবার্তা মমতার

রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকের মঞ্চে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর ধমক তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরিকে। প্রকাশ্যে বললেন, 'এরকম চিপ কথা বলবেন না। তাহলে আর কোনও বিধায়ককে বলতে দেব না।' 

আরও পড়ুন : Omicron-এ আক্রান্ত শিশুর মধ্যে দেখা যাবে এই ৬ লক্ষণ

মঙ্গলবার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক চলছিল। আর সেই বৈঠক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন তিনি। শুনছিলেন সমস্যার কথা। সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুরে বিধায়ক আবদুল করিম চৌধুরি। তিনি মুখ্যমন্ত্রীর কাছে ইসলামপুরকে পৃথক জেলা করার দাবি জানান। আর তাতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। 

তিনি বলেন, 'এরকম দাবি মিটিংয়ে আনবেন না। এরকম হয় না। এসব চিপ কথাবার্তা বলবেন না। তার কারণ হচ্ছে, এত ছোটো জেলায় আবার জেলা করা অসম্ভব। ইসলামপুর পুলিশ জেলা আছে। একটা জেলা করতে গেলে অনেক কাজ থাকে। আপনি দাবি তো করছেন, কিন্তু, অফিসার কোথা থেকে পাবেন? আপনার কী অসুবিধে আছে? রায়গঞ্জ থেকে ইসলামপুর কতটা? আপনি জানেন সুন্দরবন কত বড়? মুর্শিদাবাদ দেখেছেন কত বড়? বসে পড়ুন। এখন জিতে গিয়েছেন। কাজ করুন।' 

আরও পড়ুন : 'TMC সর্বত্র প্রার্থী দেবে' দিল্লিতে বসে রাহুলকে নিশানা

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী বলেন, 'MLA-রা যদি মনে করেন তাঁরা নিজেদের মতো করে চিপ কথা বলবেন তাহলে আমি বলতেই দেব না। যদি দাবি সঠিক হয়, তাহলে আমি অবশ্যই পূরণ করব।  অনেক আলাদা জেলা হয়েছে। সব জায়গায় অফিসার নেই। সব একসাথে পাওয়া যায় না। পেতে গেলে অপেক্ষা করতে হবে।' 
 

POST A COMMENT
Advertisement