scorecardresearch
 

Dilip Ghosh: বন্যা মোকাবিলায় ব্যর্থ মমতা, TMC নাটক করতে ত্রিপুরা যাচ্ছে! তোপ দিলীপের

দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh) ঘাটালে বলেন, মমতা বন্দোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-এর অভ্যাস হয়ে গিয়েছে। নিজে না পারলে কারও ওপর দোষটা চাপিয়ে দেন ৷

Advertisement
ঘাটালে প্লাবিত এলাকা পরিদর্শনে দিলীপ ঘোষ। ছবি: শাজাহান আলী ঘাটালে প্লাবিত এলাকা পরিদর্শনে দিলীপ ঘোষ। ছবি: শাজাহান আলী
হাইলাইটস
  • দশ বছর মুখ্যমন্ত্রী থেকেও মমতা বন্দোপাধ্যায় বন্যা নিয়ন্ত্রনে কিছুই করেননি
  • এখন টিএমসি নেতারা ত্রিপুরাতে যাচ্ছেন নাটক করতে
  • ঘাটালে বন্যা পরিস্থিতি ঘুরে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে বিঁধলেন দিলীপ ঘোষ

দশ বছর মুখ্যমন্ত্রী থেকেও মমতা বন্দোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বন্যা নিয়ন্ত্রণে কিছুই করেননি। এখন টিএমসি নেতারা ত্রিপুরাতে যাচ্ছেন নাটক করতে। ঘাটালে বন্যা পরিস্থিতি ঘুরে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh)।

নৌকায় চেপে
ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ ৷ শনিবার তিনি ঘাটালে নৌকাতে করে ঘাটালে প্লাবিত আজবনগর গ্রামে যান ৷ সেখানে স্থানীয়দের ত্রাণ বিলি করেন ৷ পরে সেখান থেকে আরও কয়েকটা গ্রাম ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছেন ৷

ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকদিন ধরে রাজ্যের টিএমসি নেতারা কেন্দ্র সরকারকে দোষারোপ করছিলেন ৷ এদিন দিলীপ ঘোষ তার কড়া জবাব দিয়েছেন ৷ সেই সঙ্গে ত্রিপুরাতে টিএমসি নেতাদের ওপরে হামলা ও দিল্লীর কৃষক আন্দোলন নিয়েও কটাক্ষ করেছেন ৷ 

বন্যা নিয়ে হামলা
এদিন বন্যা নিয়ন্ত্রন প্রসঙ্গে দিলীপ ঘোষ (BJP State President Dilip Ghosh) ঘাটালে বলেন, মমতা বন্দোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-এর অভ্যাস হয়ে গিয়েছে। নিজে না পারলে কারও ওপর দোষটা চাপিয়ে দেন ৷ দশ বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ বন্যা নিয়ন্ত্রনে কিছুই করেননি ৷ কলকাতাকেই বাঁচাতে পারছেন না ৷

তাঁর আরও অভিযোগ, ঘাটাল, খানাকুল, আরামবাগ এলাকাগুলোর জন্যও কিছু করেননি ৷ তিনবছর আগে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল৷ উনি সেখানে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলে চলে এলেন ৷ আর কারও কাছে গেলেন না ৷ আমি গিয়েছিলাম নৌকাতে করে ৷ এবারও তাই হয়েছে ৷

ছবি তুলতে
দিলীপ ঘোষের কটাক্ষ, উনি ছবি তুলে চলে গিয়েছেন ৷ সাধারণ মানুষের জীবনের কোনও পরিবর্তন হচ্ছে না ৷ অনেক কোটি টাকা কেন্দ্র দিয়েছে ৷ সব ওনার ভাইয়েরা খেয়ে নিয়েছে ৷ কেলেঘাই কপালেশ্বরী নদীর প্রকল্পের জন্য কেন্দ্র থেকে টাকা এনেছিলেন মানস ভুঁইঞা ৷ সেই টাকার কোনও হিসেব নেই ৷ নদীটাই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ জল বেরোবার রাস্তা নেই ৷

Advertisement

ডিভিসি
ডিভিসি রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়ে ৷ এখন মুখ্যমন্ত্রী সামলাতে পারছেন না বলে ডিভিসি (DVC)-কে দোষারোপ করছে ৷ নিজেরা আগে থেকে কোনো পদক্ষেপ না নিয়ে ঈশ্বরের ভরোসাতে রেখে দিয়েছেন ৷ দাবি করেন দিলীপ।

ত্রিপুরার ঘটনা
এদিন ত্রিপুরাতে তৃণমূলের নেতাদের হেনস্থার অভিযোগ নিয়ে দিলীপ ঘোষ বলেন, কয়েকদিন আগে ত্রিপুরায় বিজেপির প্রোগ্রাম চলছিল। সেখানে গাড়ি ঢুকে গিয়েছিল ৷ তাই সেদিন সেখানকার লোকেরা বিক্ষোভ দেখিয়েছিল ৷ আজকেও তাই নাটক করে সেখানে আডভান্টেজ নেওয়ার চেষ্টা হয়েছে।

তৃণমূল শেষ
তিনি আরও বলেন, সেখানে যে টিএমসি ছিল সেটা, পুরোটা শেষ হয়ে গিয়েছে ৷ মিডিয়ার মাধ্যমে মনে করেছেন জিতে যাবেন ৷ড্রামা করার জন্যই গিয়েছেন ৷ স্থানীয়রা সেখানে স্থায়ী সরকার তৈরী করে সুখে রয়েছেন ৷  মারপিটের রাজ্যনীতি টিএমসি করে, সারা দেশে করছে ৷ তাই তাদের দেখে লোকেরা আশঙ্কা করে বিশৃঙ্খলার৷

কৃষক আন্দোলন
এদিন দিল্লির কৃষক আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "দিল্লিতে গুরুদ্বারে খেয়ে কিছু ভাড়া করা লোক বিক্ষোভে বসেছিলেন ৷ এ জন্য রোজ একটা টাকা পান ৷ এই বিক্ষোভে সাধারণ মানুষ কেউই নেই ৷ এখন আসল সত্য বেরিয়ে এসেছে ৷ এদের সামনে কোনো উদ্দেশ্য ছিলনা ৷ তাই এটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে ৷ ওঁরা মোদি হঠাও এবং নিজেকে বাঁচাও স্লোগান নিয়ে বসেছিলেন৷"

 

Advertisement