Firhad Hakim on Suvendu Adhikari: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে আক্রমণ করতে গিয়ে খেই হারালেন রাজ্য়ের পরিবহণমন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (WB Transport Minister, Kolkata Mayor Firhad Hakim)। তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু তাঁর ব্য়াপারে কিছু মন্তব্য করেছিলেন। তার জবাব দিতে গিয়ে বিতর্ক তৈরি করলেন ফিরহাদ।
ফিরহাদ যা বলেছেন
বুধবার শিলিগুড়িতে ফিরহাদ হাকিম (WB Transport Minister, Kolkata Mayor Firhad Hakim) বলেন, "পরচর্চা, এটা ভদ্রলোকের কাজ নয়। এটা কিছু কিছু বাড়ির মহিলা করেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সেই জায়গায় নামিয়ে এনেছেন।"
আরও পড়ুন: করোনার ধাক্কা! বেসরকারি ছেড়ে দেশে বাড়ল সরকারি স্কুলে ভর্তির হার
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফিরহাদ হাকিম (WB Transport Minister, Kolkata Mayor Firhad Hakim) সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন। এ ব্য়াপারে সাংবাদিকরা তাঁর (WB Transport Minister, Kolkata Mayor Firhad Hakim) প্রতিক্রিয়া জানতে চান। তখন ফিরহাদ হাকিম (WB Transport Minister, Kolkata Mayor Firhad Hakim) বলেন, "পরচর্চা, এটা ভদ্রলোকের কাজ নয়। এটা কিছু কিছু বাড়ির মহিলা করেন। শুভেন্দু অধিকারী নিজেকে সেই জায়গায় নামিয়ে এনেছেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা পরচর্চা করে না।"
তৃণমূলের সৈনিক
তিনি আরও বলেন, "আমার দলে কী হল, সেটা আমার দলের ব্য়াপার। উনি তো পাল্টি খেয়ে গিয়েছেন। উনি (Suvendu Adhikari)- নিজেকে কর্মীচারী ভাবতেন। আমরা মমতার আদর্শ, সততা, নিষ্ঠা সততা নিয়ে দল করি। তৃণমূলের কর্মী, সৈনিক। কর্মচারী বলে অপমান করবেন না। যেদিন পর্যন্ত আমার দলে ছিলেন, সেদিন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের জন্য প্রাণও দিতে প্রস্তুত।"
প্রার্থীদের হয়ে প্রচারে
শিলিগুড়ির তৃণমূল প্রার্থীদের হয়ে বিভিন্ন ওয়ার্ডে প্রচারের পর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "শিলিগুড়ির মানুষ বুঝতে পেরেছে তৃনমূল কংগ্রেস ছাড়া শিলিগুড়ির উন্নয়ন সম্ভব নয়। তাই শিলিগুড়ির মানুষ এবার তৃণমূলের হাতে শিলিগুড়ি পুর নিগমের বোর্ড তুলে দেবে।"
প্রার্থী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, "কেউ প্রার্থী ঠিক করে না। দল যাঁদের দায়িত্ব দেয়, তাঁরা প্রার্থী ঠিক করেন। তাই কে সৌগত রায়, কে মদন মিত্র, সেটা দলের কাছে বড় কথা নয়।"
এ ব্য়াপারে তিনি আরও বলেন, "দল সবার কাছে পরামর্শ নেয়। মমতার অ্য়াপ্রুভাল নিয়ে প্রার্থী হয়েছেন। মমতা দায়িত্ব দিয়েছেন। শৃঙ্খলাপরায়ণ দল তৃণমূল।"
তিন ইঞ্জিন
দার্জিলিং জেলায় তিন ইঞ্জিন প্রসঙ্গে তিনি বলেন, "বাংলার মানুষ যেভাবে বিজেপির থেকে মুখ ঘুরিয়েছে, বিজেপি কোথাও নেই। বিধানসভা ভোটের পর উপনির্বাচন, সব জায়গায় তৃণমূল জিতেছে। কলকাতা পুরসভার ভোটেও। বিজেপি কোথাও নেই। সিপিআইএম দ্বিতীয় হয়ে গিয়েছে। ট্রিপল ইঞ্জিন করতে গিয়ে ময়নাগুড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটল, তেমন হবে।"