IT Raid At Pataka Industries: কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ, পতাকা বিড়ির কারখানায় আয়কর হানা

পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মূল বিড়ি কারখানা ঘিরে রেখেছেন সিআইএসএফ জওয়ানেরা। ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটেও পতাকা বিড়ির অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।

Advertisement
কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ, পতাকা বিড়ির কারখানায় আয়কর হানামুর্শিদাবাদে পতাকা বিড়ির কারখানায় হানা আয়কর দফতরের
হাইলাইটস
  • সকাল ৮টা থেকে শুরু হয়েছে অভিযান
  • কলকাতার মির্জা গালিব স্ট্রিটেও পতাকা বিড়ির অফিসে তল্লাশি

মুর্শিদাবাদের (Murshidabad) ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির (Pataka Bidi) মূল কারখানা ও অফিসে হানা দিয়েছে আয়কর দফতর (Income Tax Department)। সকাল ৮টা থেকে শুরু হয়েছে অভিযান। পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের (Pataka Industries Private Limited) মূল বিড়ি কারখানা ঘিরে রেখেছেন সিআইএসএফ জওয়ানরা। ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। বাইরে অপেক্ষা করছেন কয়েক হাজার শ্রমিক। সূত্রের খবর, কলকাতার মির্জা গালিব স্ট্রিটেও পতাকা বিড়ির অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।

বুধবার সকালে আচমকা আয়কর দফতরের কনভয় ঢুকে পড়ে সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির কারখানায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘিরে ফেলা হয়। তারপর শুরু হয় অফিসে তল্লাশি।

এরপর কারখানাতেও শুরু হয়েছে তল্লাশি। কোনও শ্রমিককে কারখানার ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সুতির পাশাপাশি পতাকা বিড়ির অফিস রয়েছে কলকাতার মির্জা গালিব স্ট্রিট। ওখানেই হানা দিয়েছেন আধিকারিকরা।

আরও পড়ুন: Mahua Moitra In Lok Sabha: সংসদে অশ্লীল 'গালি', মহুয়াকে নিয়ে লোকসভায় হট্টগোল

POST A COMMENT
Advertisement