Malda Chanchal: সামনেই বিয়ে, চাঁচলে বাড়ি লাগোয়া আমবাগানে যুবকের ঝুলন্ত দেহ

Malda Chanchal: পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাড়ির পাশে রয়েছে আমবাগানটি। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। (Malda)-র চাঁচল (Chanchal) থানা এলাকার কলি গ্রামের বকচড়া এলাকায়।

Advertisement
সামনেই বিয়ে, চাঁচলে বাড়ি লাগোয়া আমবাগানে যুবকের ঝুলন্ত দেহচাঁচলে আমবাগান থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ
  • এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে
  • খুন না আত্মহত্যা তদন্ত করে দেখছে পুলিশ

Malda Chanchal: বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা তদন্ত করে দেখছে পুলিশ। মালদা (Malda)-র চাঁচল (Chanchal)-এর ঘটনা।

চাঁচলের কলি গ্রামে
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাড়ির পাশে রয়েছে আমবাগানটি। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। (Malda)-র চাঁচল (Chanchal) থানা এলাকার কলি গ্রামের বকচড়া এলাকায়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল (Malda Medical College and Hospital)-এ পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় আরও সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভজিৎ বসাক (২৩)। পেশায় রংমিস্ত্রি। অন্যান্য দিনের মতোই তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন।

কাজ সেরে বাড়ি ফিরেছিলেন। আর তারপর বাড়ি থেকে বেরিয়ে আমবাগানে যান। যা বাড়ি পাশেই রয়েছে। কিছুক্ষণ পর প্রতিবেশীরা বাড়িতে খবর দেয় আমবাগানে শুভজিতের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় চাঁচল থানায়।

চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল (Malda Medical College and Hospital)-এ পাঠায়।

যুবকের বাবা জানান
ওই যুবকের বাবা সুকুমার বসাক বলেন, "আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম। সেখানে আমাকে ফোন করে জানানো হয় আমার ছেলে আত্মহত্যা করেছে। আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কেন ছেলে আত্মহত্যা করল, তা বুঝে উঠতে পারছি না।"

দু'দিন আগেই চাঁচোল শহরে খেলেন পুরা এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। সামান্য সময়ের ব্যবধানে দুই যুবকের মৃত্যু নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা।

তদন্ত শুরু করেছে পুলিশ
এই ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। কী হয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। কারও সঙ্গে কোনও গোলমাল হয়েছিল কিনা, দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও ভাল করে বলা যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

আরও পড়ুন: রেড ড্রেসে Nora Fatehi যেন লালপরি, সুন্দরীর লুকে ঘায়েল নেটপাড়া

আরও পড়ুন: ফ্যামিলি ট্রিপে না 'অসুস্থ' স্বামীর, এদিকে বাড়িতে বান্ধবীর সঙ্গে, ধরল CCTV 

 

POST A COMMENT
Advertisement