scorecardresearch
 

হাওড়ার ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, কাজ হারিয়েই আত্মহত্যা?

হাওড়ার আন্দুল রোডের দক্ষিণ বাকসাড়া এলাকার বাসিন্দা ছিলেন তাপস দেবনাথ। আলমপুর এলাকার জঙ্গলপুরে কাজ করতেন তিনি। সম্প্রতি কাজ থেকে ছাঁটাই করা হয় তাঁকে। সংস্থার মালিককে অনেক অনুরোধ করার পর তাপস দেবনাথকে ফের কাজে রাখতে রাজি হন  তিনি। কিন্তু তারপরেও কাজে পুনর্বহাল হননি তাপস দেবনাথ। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
  • পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা
  • হাওড়ার আন্দুলের ঘটনা

ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। হাওড়ার আন্দুল রোডের তেঁতুলতলা এলাকার ঘটনা। মৃত ওই ব্যক্তির নাম তাপস দেবনাথ। সূত্রের খবর, সম্প্রতি কাজ হারিয়েছিলেন তিনি। যার জেরে রীতিমতো মানসিক অবসাদে ছিলেন ওই ব্যক্তি। সেই কারণেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

জানা গিয়েছে, হাওড়ার আন্দুল রোডের দক্ষিণ বাকসাড়া এলাকার বাসিন্দা ছিলেন তাপস দেবনাথ। আলমপুর এলাকার জঙ্গলপুরে কাজ করতেন তিনি। সম্প্রতি কাজ থেকে ছাঁটাই করা হয় তাঁকে। সংস্থার মালিককে অনেক অনুরোধ করার পর তাপস দেবনাথকে ফের কাজে রাখতে রাজি হন  তিনি। কিন্তু তারপরেও কাজে পুনর্বহাল হননি তাপস দেবনাথ। 

এদিকে তাপস দেবনাথের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী, মেয়ে ও বৃদ্ধা মা। বাড়িতে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। কাজে পুনর্বহাল না হওয়ায় রীতিমতো মানসিক অবসাদে ছিলেন তিনি। 

জানা গিয়েছে, গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তাপস দেবনাথ। অবশেষে বৃহস্পতিবার বাড়ির পাশেরই একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বি গার্ডেন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠান হয় ময়নাতদন্তে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ওই ব্যক্তি। যদিও এর নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন২৫ বছরের যুবতীর ১৪ বছরের ছেলে! নেটিজেনদের দাবি 'অঙ্কটা বোঝান'

 

Advertisement