Ashok Nagar Hanging Body Recover : একই শাড়ির ফাঁসে ঝুলছে মা-ছেলের দেহ, অশোকনগরে চাঞ্চল্য

বছর ৪৭-এর প্রমিত বিশ্বাস পেশায় স্কুল শিক্ষক। তাঁর মা সুনন্দা বিশ্বাসও স্কুল শিক্ষিকা ছিলেন। তবে বর্তমানে অবশ্য তিনি অবসরগ্রহণ করেছেন।  রবিবার (Sunday) রাতে হঠাৎই সুনন্দা বিশ্বাসের ঘরের জানলায় একই শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দু'জনকে ঝুলতে দেখেন বাড়ির বাকি সদস্যরা।  তড়িঘড়ি তাঁদের অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
একই শাড়ির ফাঁসে ঝুলছে মা-ছেলের দেহ, অশোকনগরে চাঞ্চল্যপ্রতীকী ছবি
হাইলাইটস
  • মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার
  • উঠে আসছে মানসিক অবসাদের তত্ত্ব
  • খতিয়ে দেখছে পুলিশ

মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar North 24 Parganas) বিড়া বান্ধবপল্লী এলাকায়। মৃত মা ও ছেলের নাম সুনন্দা বিশ্বাস ও প্রমিত বিশ্বাস। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছ, বছর ৪৭-এর প্রমিত বিশ্বাস পেশায় স্কুল শিক্ষক। তাঁর মা সুনন্দা বিশ্বাসও স্কুল শিক্ষিকা ছিলেন। তবে বর্তমানে অবশ্য তিনি অবসরগ্রহণ করেছেন। রবিবার (Sunday) রাতে হঠাৎই সুনন্দা বিশ্বাসের ঘরের জানলায় একই শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দু'জনকে ঝুলতে দেখেন বাড়ির বাকি সদস্যরা। তড়িঘড়ি তাঁদের অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

সূতের খবর, ঘটনার দিন বিকেল পর্যন্তও খুব স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন সুনন্দা বিশ্বাস ও প্রমিত বিশ্বাস। পরিবারের সদস্যদের দাবি, বিগত কয়েকদি ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন প্রমিতবাবু। মাঝেমধ্যে অসংলগ্ন কথা বলতেন তিনি। যদিও স্কুলে নিয়মিত যেতেন। প্রতিবেশীদের দাবি, ছেলের অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন মা সুনন্দাদেবীও। 

খবর পেয়েই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ এবং দুশ্চিন্তার জেরেই আত্মঘাতী হয়েছেন মা ও ছেলে। তবে এর পিছনে নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। 

আরও পড়ুনদেহে এই রোগগুলি থাকলে হলুদ থেকে দূরে থাকুন, নইলে বড় বিপদ

 

POST A COMMENT
Advertisement