পার্থ অর্পিতার ১০ দিনের ED হেফাজত, যা যা নির্দেশ আদালতের...

আগামী ৩ তারিখ পর্যন্ত তাঁদের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। এছাড়া উভয়কেই প্রতি ৪৮ ঘন্টা পর পর ডাক্তারি পরীক্ষা করাতে হবে। পাশাপাশি রাত ৯টা থেকে সকাল ৬টার মধ্যে অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জিজ্ঞাসাবাদ করা যাবে না। কোনও মহিলা পুলিশের সামনে শালীনতা বজায় রেখেই তাঁকে সমস্ত জিজ্ঞাসাবাদ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement
পার্থ অর্পিতার ১০ দিনের ED হেফাজত, যা যা নির্দেশ আদালতের...পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়
হাইলাইটস
  • ইডি হেফাজতে পার্থ-অর্পিতা
  • ১০ দিনের হেফাজত
  • ৩ অগাস্ট তারিখ পর্যন্ত হেফাজতে থাকবেন দু'জনে

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৩ তারিখ পর্যন্ত তাঁদের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উভয়কেই প্রতি ৪৮ ঘন্টা পর পর ডাক্তারি পরীক্ষা করাতে হবে। পাশাপাশি রাত ৯টা থেকে সকাল ৬টার মধ্যে অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জিজ্ঞাসাবাদ করা যাবে না। কোনও মহিলা পুলিশের সামনে শালীনতা বজায় রেখেই তাঁকে সমস্ত জিজ্ঞাসাবাদ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। 

সোমবার অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করে ইডি। দুজনকেই ১৪ দিন হেফাজতে চায় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে আদালতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরা হয় ইডির পক্ষ থেকে। এদিন ইডির পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতে জানান, এখনও পর্যন্ত প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। আরও ১০০ কোটিরও বেশ বাজেয়াপ্ত হবে। এটাকে অনেক বড় দুর্নীতি বলেও দাবি করেন তিনি। অনেকেই এর সঙ্গে জড়িত। এমতাবস্থায় দুজনকেই জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

ইডির তরফে আদালতে আরও জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় যৌথভাবে একটি সম্পত্তির মালিক। সেই সংক্রান্ত নথিও উঠে এসেছে তদন্তকারী সংস্থার (ED) হাতে। জানা গিয়েছে ২০১২ সালে সেই সম্পত্তি কিনেছিলেন পার্থ। এমনকী যে বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে, তা ২-১ দিনের মধ্যে সরিয়ে ফেলার কথা ছিল। কিন্তু তার আগেই অভিযান চালায় ইডি। এদিকে এদিন ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। পরীক্ষায় তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। সোমবার রাতে সেখানেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় ফিরিয়ে আনা হবে তাঁকে। 

আরও পড়ুনদিনভর বিবিধ ঘটনা, জেনে নিন আজকের সেরা খবরগুলি

 

POST A COMMENT
Advertisement