এবার করোনার টিকাকরণের পর দেওয়া শংসাপত্র নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথের সম্ভাবনা। কারণ, রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলায় কোভিড টিকার শংসাপত্রে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর তাতেই আপত্তি জানিয়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুন : বিজেপি কর্মীদের সামাজিক বয়কট তৃণমূলের! মুখ খুললেন দেব
এতদিন পর্যন্ত করোনার টিকাকরণের পর যে শংসাপত্র দেওয়া হতো, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকত। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তৃতীয় দফার টিকাকরণে ১৮-৪৪ বছর বয়স্করা টিকা পাবেন। তাঁদের শংসাপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। প্রসঙ্গত, ১ মে থেকে শুরু হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ। সেই টিকাকরণের খরচ বহন করছে রাজ্য।
তবে রাজ্য সরকারের এই পদক্ষেপে মোটেই খুশি নয় প্রধান বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের নেতা শমীক ভট্টাচার্য এনিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী পদের কোনও সম্মান করে না। আমাদের রাজ্যের সরকার এমন ব্যবহার করছে, যেন তারা অন্য দেশে বসবাস করে। ভারতে নয়। তারা যেন মানতেই রাজি নয় তো পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। তাই তারা এসব করছে।'
আরও পড়ুন : নিম্নচাপের হাত ধরেই বাংলায় ঢুকছে বর্ষা! তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস
প্রসঙ্গত টিকাকরণের শংসাপত্রে মোদীর ছবি থাকা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচনের সময় কমিশনে এই নিয়ে অভিযোগও দায়ের করেছিল তারা। সে সময় তাদের অভিযোগ ছিল, শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে মোদী-অমিত শাহর দল।