জি২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রাখা হয়েছিল 'ভারত' ফলক। তার আগে আমন্ত্রণপত্রে 'ভারতের প্রধানমন্ত্রী' হিসেবে বর্ণনা করা হয়েছে। দেশের নাম 'ভারত' নিয়ে তুঙ্গে বিতর্ক। সেই বিতর্ক নিয়ে বলতে গিয়ে বিতর্ক আরও বাড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। খড়্গপুরে চা-চর্চায় দিলীপ বলেন,'সব পাল্টাচ্ছে, পাল্টে দেব আমরা। কারও হিম্মত নেই আটকে রাখার। ইন্ডিয়া পাল্টে ভারত হবে, যার পছন্দ হবে না, বাইরে যাবে। ব্রিটিশ, পর্তুগিজ, মুঘলরা ১ হাজার বছর দেশকে পরাজিত করে রেখেছিল। তাদের কোনও চিহ্ন থাকবে না।'