দক্ষিণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। এবং আগামী ৯ তারিখের পর এটি সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এর মূল প্রভাব পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আমাদের রাজ্যে আজ মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে আগামীকাল ৫ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ ও আগামীকাল। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।
Latest Weather Update Of West Bengal