scorecardresearch
 
Advertisement

Bengal Rainfall Updates: ঘূর্ণিঝড় 'রিমাল'-এর প্রভাবে কোন জেলায় কেমন বৃষ্টি ?

Bengal Rainfall Updates: ঘূর্ণিঝড় 'রিমাল'-এর প্রভাবে কোন জেলায় কেমন বৃষ্টি ?

রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল। তবে এর যথেষ্টই প্রভাব পড়বে আমাদের রাজ্যের ওপরও। এর প্রভাবে রাজ্যে হতে পারে ব্যাপক ঝড়-বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি চলবে। আগামী ২৫ তারিখ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সর্তকতা থাকছে। আগামী ২৬ তারিখ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও হাওড়াতে বজ্রভিত্তিক সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ারও সতর্কতা থাকছে। ভারী বৃষ্টি চলবে পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। তারপর আগামী ২৭ তারিখও কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকছে। সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Latest Rainfall Updates Of West Bengal

Advertisement