দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে আরও কিছুটা অগ্রসর হয়েছে। পাশাপাশি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেরও বেশ কিছুটা অংশে প্রবেশ করেছে। এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের যেটুকু অংশ বাকি ছিল তাতেও অগ্রসর হয়েছে। সর্বোপরি আগামী ৩ থেকে ৪ দিনে মৌসুমী বায়ু আরও বেশ কিছুটা অগ্রসর হবে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে সপ্তাহ জুড়েই আমাদের রাজ্যে বৃষ্টিপাত চলবে। আজ উত্তরবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গেরও প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।