পুজোর আগেই ফের নতুন বন্দে ভারত পেল হাওড়া ডিভিশন। রবিবার শুভ সূচনা হল হাওড়া-রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেসের। রবিবার সকালে হাওড়া স্টেশন থেকে এর যাত্রা শুরু হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশনে এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় ট্রেনটির। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।