Advertisement

RG Kar Lady Doctor Death: মৃত তরুণী ডাক্তারের শহরে 'রাত দখল'-এ পুরুষরাও, কী বলল সোদপুর?

মেয়েদের রাত দখলের আন্দোলনে লিঙ্গ-জাত-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মিলে গেল জনতা। স্বাধীনতা দিবসের মধ্যরাতে জাতীয় পতাকা আর প্ল্যাকার্ড হাতে পথে নামে আন্দোলনকারীরা। সোদপুরের বুকে এই চিত্র কার্যত নজিরবিহীন। এই সোদপুরেরই মেয়ে আরজি কর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসক। এদিন ধর্ষণ-খুনের প্রতিবাদে কয়েক লক্ষ মানুষের কণ্ঠে মিলল 'বিচার চাই' স্লোগান। মিছিল হল, জমায়েত হল, তবে প্রশ্ন রয়েই গেল মহিলাদের নিরাপত্তা-সুরক্ষার সুরাহা আদৌ হবে তো? দেখুন bangla.aajtak.in-কে কী বলছে সোদপুরের জনতা।

Advertisement
POST A COMMENT