চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা। প্রযুক্তির যুগে দিন দিন চুরির ধরন বদলাচ্ছে। চোরও আর আগেকার দিনের মত সিঁধ কেটে চুরি করে না। টেকনোলজির সাহায্য নিয়ে নিমেশের মধ্যে চুরি করে পালায় চোর। আর প্রমাণ জোগাড় করতে নাজেহাল হতে হয় পুলিশকে। সম্প্রতি এমন এক চুরির ঘটনা সামনে এসেছে যা দেখে থ পুলিশ। দামি গাড়িতে এসে বাড়িতে ঢুকে চুরি করাই ছিল এই চোরদের কাজ।