এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে। যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবেই আগামী ১৩ থেকে ১৫ তারিখ উত্তর ও দক্ষিণ দুইবঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ১৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে আজ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, আগামী ১৫ তারিখ হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।
Latest Weather Updates Of West Bengal