এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে। পাশাপাশি বাংলাদেশের ওপর একটি ঘূর্ণবার্ত রয়েছে। এর প্রভাবে আগামী ২ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং আগামী ৩ তারিখ কেবলমাত্র দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাকি সব জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদা ও দুই দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং আগামী কাল ও পরশু সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। কেবলমাত্র কালিম্পংয়ের দু এক জায়গায় আজ শিলা বৃষ্টি হতে পারে। কলকাতার ক্ষেত্রেও আজ সন্ধ্যের পর থেকে আগামী ২ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
Latest Weather Update Of West Bengal