Advertisement

Bengal Rain Forecast: সপ্তাহজুড়ে শুধুই বৃষ্টি, আপনার জেলায় কত দুর্যোগ?

ইতিমধ্যেই সারাদেশে প্রবেশ করেছে বর্ষা। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আগামী ৭ দিন আমাদের রাজ্যের সমস্ত জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে। পাশাপাশি বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Advertisement
POST A COMMENT