দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কেবলমাত্র মালদা এবং দুই দিনাজপুরে ইতিমধ্যে তাপমাত্রা বেড়েছে। আপাতত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্যে। আগামী ৫, ৬ এবং ৭ তারিখ দুই ২৪ পরগনা ও কলকাতা বাদে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। অন্যদিকে আগামী ৩ ও ৪ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
Weather Update Of West Bengal