আজ থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। পাশাপাশি উত্তরবঙ্গের যে এলাকাগুলিতে আগে বর্ষা ঢোকেনি, সেখানেও আজ বর্ষা প্রবেশ করল। আপাতত আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাঁচ জেলাতে ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অতিবৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে ধসের সম্ভাবনা থাকছে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তবে আগামী দুদিন পর থেকে বৃষ্টি আবার কমে যাওয়ার সম্ভাবনা। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
Latest Monsoon Update Of Weat Bengal