বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটি আমাদের রাজ্যের দিঘার ওপর দিয়ে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন আমাদের রাজ্যের দুই বঙ্গেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে। সঙ্গে কিছু জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে।