রবিবার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলা, এবং দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। বলে রাখি, মৌসুমী বায়ু কেরলে ঢুকে গিয়েছে। সাধারণত ১ জুন ঢোকার কথা। এ বছর আগাম ঢুকল। বাংলায় জুনের প্রথম সপ্তাহেই বর্ষা ঢোকার সম্ভাবনা।