সপ্তাহের শুরুতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকলেও, সপ্তাহের শেষের দিকে মোটামুটি ভাবে শুষ্ক আবহাওয়া চলবে। সঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী ৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া চলবে। সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী ৭ তারিখের পর থেকে দুই বঙ্গেই তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।