এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গে আজ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎৃ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে। কলকাতায় আগামী পাঁচ মে পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।