scorecardresearch
 
Advertisement

Bengal Monsoon 2024 Updates: বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, কবে-কোথায় ? জানুন বিস্তারিত

Bengal Monsoon 2024 Updates: বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, কবে-কোথায় ? জানুন বিস্তারিত

আগামী চার থেকে পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা ঢুকতে চলেছে। আজ থেকে আগামী ১৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ১৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। আজ আলিপুরদুয়ার কালিম্পং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Latest Weather Update Of West Bengal

Advertisement