আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এবং প্রত্যেকটি জেলাতেই তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। তবে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু-এরও সতর্কতা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সর্তকতা থাকছে। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে আজ ৪১ ডিগ্রি পেরোলো তাপমাত্রা। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
Latest Weather Update Of West Bengal