Advertisement

Weather Update: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণের কি পরিস্থিতি?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে। এর ফলে ২১ ও ২২ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রথম ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূম এই চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সতর্কতা থাকছে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ২৩ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানান আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চয়ীর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement
POST A COMMENT