আগামী ১৩ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারে বর্ষা। জানিয়ে দিল আবহাওয়া দফতর। আজ থেকে আগামী ১৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে চলবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।