scorecardresearch
 
Advertisement
বিশ্ব

PHOTOS:রবিবার রাতে পৃথিবীর খুব কাছ থেকে বেরিয়ে গেল এই বিপদ!

পৃথিবীর খুব কাছ 
  • 1/6

পৃথিবীর খুব কাছ থেকে প্রবল গতিতে আসা এক গ্রহাণু বেরিয়ে গেল রবিবার। এই গ্রহাণুটির নাম ২০০১এফও ৩২। প্রতি ঘণ্টায় ১.২৪ কিমি বেগে বেরিয়ে যায়। প্রতি সেকেন্ডে এর গতি ৩৪.৪৪ কিমি। বলা হচ্ছে, ২০২১-এ এটিও সবথেকে বড় গ্রহাণু।  (সব ছবি-গেটিইমেজেস)
 

রবিবার রাত ৯টার
  • 2/6

রবিবার রাত ৯টার দিকে পৃথিবী থেকে ২০ লাখ কিমি দূরে থেকে এই বিশালাকার গ্রহাণুটি চলে যায়। মহাকাশ বিশ্বে এই গতি খুব একটা বেশি নয় । তবে নাসার মতে এই গ্রহাণুটির ফলে খুব একটা সমস্যা হত না। 
 

বিজ্ঞানীরা বলছেন
  • 3/6

বিজ্ঞানীরা বলছেন, কক্ষপথের জন্য এতো গতি পেয়েছে গ্রহাণুটি। কক্ষপথের শক্তি পাচ্ছে সূর্যের থেকে। আর পৃথিবীর দিকে এটি ৩৯ ডিগ্রি ঝুঁকে ছিল।
 

Advertisement
ইতালির এক বিজ্ঞানী
  • 4/6

ইতালির এক বিজ্ঞানী দাবি করেছেন, গ্রহাণুটি সূর্যের দিকে তীব্র গতিতে আসছিল। কিন্তু ফিরে যাওয়ার সময়ে এর গতি অনেক কম ছিল।
 

জানা গিয়েছে,
  • 5/6

জানা গিয়েছে, এই গ্রহাণুটি গত ২ বছর ধরে নিজের কক্ষপথ বরাবর সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। কিন্তু এর থেকে বড় রকমে কোনও দুর্ঘটনার সম্ভবনা কম ছিল। 

বিজ্ঞানীদের দাবি,
  • 6/6

বিজ্ঞানীদের দাবি, এই গ্রহাণুটি পৃথিবীর কাছে আসবে, এমন কোনও সম্ভাবনা আপাতত নেই। ফলে আপাতত এটি নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।

Advertisement