Advertisement
বিশ্ব

টিকা নিয়ে মস্কো ভ্রমণ, ভারতীয়দের জন্য অভিনব সুযোগ রাশিয়ার

  • 1/8

 ইতিমধ্যে ভারতে চলে এসেছে রাশিয়ার স্পুটনিক-ভি টিকা। যা তৈরি করেছে মস্কোর গামালেয়া ন্যাশনাল সেন্টার। দেশজুড়ে করোনাভাইরাস টিকার আকালের মধ্যেই কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে রাশিয়ার ভ্যাকসিন। তবে এবার কেবল স্পুটনিক নেওয়া নয় একেবারে টিকা নিতে রাশিয়া ভ্রমণের সুযোগ মিলছে। যা এই করোনার বিশ্বে বেশ অভিনব। 
 

  • 2/8

করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ-বিদেশের পর্যটন শিল্প। আর এর মাঝেই টিকা পর্যটন চালু করতে চলেছে  দবাইয়ের এক ট্রাভেল এজেন্সি। অফার, বিদেশে গিয়ে টিকা নিন। সঙ্গে দুটো টিকার মাঝের সময়টিতে বিদেশ ভ্রমণটাও সেরে ফেলুন। এমনই এক প্রস্তাব দিচ্ছে ওই পর্যটন সংস্থা।

  • 3/8

দুবাইয়ের একটি পর্যটন সংস্থা মস্কোয় এই প্যাকেজ ট্যুর-এর সুযোগ এনেছে। ২৪ দিনের সেই প্যাকেজ ট্যুরের মধ্যে টিকার পাশাপাশি পর্যটনেরও ব্যবস্থা রাখা হয়েছে। এর জন্য খরচ করতে হবে ১ লক্ষ ২৯ হাজার টাকা।
 

Advertisement
  • 4/8

স্পুটনিক ভি-র প্রথম এবং দ্বিতীয় টিকার ব্যবধানের সময়টাতেই পর্যটনস্থলগুলো ঘুরিয়ে দেখানো হবে। পর্যটন সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, মস্কোয় পৌঁছনোর পর দিনই প্রথম টিকা দেওয়া হবে। জানা যাচ্ছে ২৯ মে ২৮ জনের এক পর্যটক দল মস্কো যাচ্ছে। এরপরে ৭ এবং ১৫ জুন আরও দুটি পর্যটক দল রাশিয়ায় পৌঁছবে। 

  • 5/8


হেলথ ট্যুরিজম ব্যাপারটি গোটা বিশ্বেই অত্যন্ত পরিচিত। তিবেশী দেশগুলি থেকে বহু মানুষ এই কারণে ভারতেও আসতেন। কিন্তু করোনার কারণে তাতে আপাতত নিয়ন্ত্রণ আনা হয়েছে। এ রকম পরিস্থিতিতে রাশিয়া আবার ‘হেলথ টুরিজম’ নয় ‘ভ্যাকসিন টুরিজম’ বা ‘টিকা ভ্রমণ’ ফিরিয়ে নিয়ে এল। 

  • 6/8

‘টিকা ভ্রমণ’-এর ভিসা যাঁদের দেওয়া হবে, তাঁরা প্রথমে রাশিয়ায় পৌঁছে  নেবেন স্পুটনিক-ভি টিকা। আর আগে থেকে ঠিক করে রাখা পরিকল্পনা অনুযায়ী ঘুরে দেখে নেবেন সেন্ট পিটার্সবার্গ, মস্কো বা সাইবেরিয়ার মতো জনপ্রিয় জায়গাগুলি।

  • 7/8

পর্যটন সংস্থাটি জানিয়েছে, প্রথম চার দিন সেন্ট পিটার্সবার্গে থাকবে ওই দল। বাকি দিনগুলো মস্কোতেই কাটাবেন পর্যটকরা। তাদের দেশে গিয়ে ভারতীয়দের টিকা দেওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে রাশিয়া। এর জন্য শুধুমাত্র দরকার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। থাকতে হবে না নিভৃতবাসেও।
 

Advertisement
  • 8/8

দিল্লি-মস্কো-দিল্লির এই ভ্রমণে ৩ স্টার হোটেলে রাখা হবে পর্যটকদের। সঙ্গে থাকবে ব্রেকফাস্ট থেকে ডিনার সবেরই ব্যবস্থা। প্রতিটি ট্যুরে পর্যটকের সংখ্যা থাকবে ৩০। 

Advertisement