scorecardresearch
 
Advertisement
বিশ্ব

মঙ্গল গ্রহে রঙিন মেঘ! দেখুন সেই চোখজুড়োনো ছবি

মঙ্গল গ্রহ
  • 1/5

গবেষকদের দাবি মঙ্গলগ্রহে মেঘের সৃষ্টি হওয়া প্রায় অসম্ভব। কারণ, সেখানে বায়ুমণ্ডল খুবই পাতলা। অথচ নাসার Curiosity Rover মেঘের ছবি পেয়েছে। যা দেখে হতবাক নাসার বিজ্ঞানীরা। 

মঙ্গল গ্রহ
  • 2/5

তবে এই মেঘের ছবি দেখে খুশি গবেষকরা। Curiosity Rover প্রায় ২ বছর মঙ্গলে থাকার পর এই মেঘের ছবি পেয়েছে। এর আগে কখনও এই ধরনের ছবি পাওয়া যায়নি। 

মঙ্গল গ্রহ
  • 3/5

গবেষকরা মনে করছেন মঙ্গল গ্রহে যখন সবথেকে বেশি ঠান্ডা পড়ে তখনই মেঘ দেখা যায়। কিন্তু, এখন সেখানে ঠান্ডা নেই। তারপরও কেন মেঘ দেখা গেল, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। 

Advertisement
মঙ্গল গ্রহ
  • 4/5

যে ছবি সামনে এসেছে, তা রঙিন। বিজ্ঞানীরা একে মঙ্গলের রামধেনু মেঘ বলছেন। এই মেঘ শুধু সুন্দরই নয়, বিজ্ঞানীরা মনে করছেন এই মেঘ মঙ্গল সম্পর্কে অনেক ধারণা বদলে দেবে। 

মঙ্গল গ্রহ
  • 5/5

এই মেঘের সন্ধান পাওয়া নিয়ে নাসার তরফে ট্যুইটও করা হয়েছে। ট্যুইটারে জানানো হয়েছে, এই দৃশ্য দেখে বিজ্ঞানীরা কার্যত হতবাক। প্রসঙ্গত, নাসা মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব, গ্রহের গঠন প্রকৃতি এবং তার জলবায়ুর ইতিহাস সম্পর্কে গবেষণা চালাচ্ছে। একই সঙ্গে তারা মঙ্গল থেকে পাথরও সংগ্রহ করছে।

 

Advertisement