গবেষকদের দাবি মঙ্গলগ্রহে মেঘের সৃষ্টি হওয়া প্রায় অসম্ভব। কারণ, সেখানে বায়ুমণ্ডল খুবই পাতলা। অথচ নাসার Curiosity Rover মেঘের ছবি পেয়েছে। যা দেখে হতবাক নাসার বিজ্ঞানীরা।
তবে এই মেঘের ছবি দেখে খুশি গবেষকরা। Curiosity Rover প্রায় ২ বছর মঙ্গলে থাকার পর এই মেঘের ছবি পেয়েছে। এর আগে কখনও এই ধরনের ছবি পাওয়া যায়নি।
গবেষকরা মনে করছেন মঙ্গল গ্রহে যখন সবথেকে বেশি ঠান্ডা পড়ে তখনই মেঘ দেখা যায়। কিন্তু, এখন সেখানে ঠান্ডা নেই। তারপরও কেন মেঘ দেখা গেল, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে।
যে ছবি সামনে এসেছে, তা রঙিন। বিজ্ঞানীরা একে মঙ্গলের রামধেনু মেঘ বলছেন। এই মেঘ শুধু সুন্দরই নয়, বিজ্ঞানীরা মনে করছেন এই মেঘ মঙ্গল সম্পর্কে অনেক ধারণা বদলে দেবে।