গত ১৯ ফেব্রুয়ারি ইতিহাস গড়ে মঙ্গলের মাটিতে অবতরণ করে নাসার রোভার প্রিজার্ভিয়ারেন্স। মঙ্গলে আগে প্রাণের কোনও অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে গবেষণা করতেই নাসার এই মিশন। দূর থেকে মঙ্গলকে লাল দেখায়। কিন্তু সত্যিই কী মঙ্গলের মাটি লাল? আসুন জেনে নিই।
"These videos and these images are the stuff of our dreams."@NASAJPL Entry, Descent, and Landing lead Al Chen reflects on the ground-breaking nature of the videos @NASAPersevere captured during her #CountdownToMars: pic.twitter.com/cyQN0zcWKv
ল্যান্ডিং করার সময় মাইক্রোফোনে যান্ত্রিক ত্রুটির কারণে শব্দ ছাড়াই ছবি এবং ভিডিও পাঠায় প্রিজার্ভিয়ারেন্স।
মঙ্গলের মাটিতে অবতরণ করার পর ঠিকঠাক কাজ করতে শুরু করে সব যন্ত্রাংশ।
You might have seen photos from Mars, but have you seen high-speed video?
🤩 We captured our @NASAPersevere rover’s final minutes of descent and landing in a way never seen before. Take a look: https://t.co/CQQtlWAzNF pic.twitter.com/uR3dtocwLF
মিশনের লিড ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল জানান, শব্দের প্রথম অংশ প্রবল বায়ু চলাচলের আওয়াজ। রোভার সমস্ত ছবি-ভিডিও রেকর্ড করে পৃথিবীতে সেই সব ফুটেজ পাঠাচ্ছে।
অবতরণ করার সময় সাদা এবং লাল রঙের প্রায় ৭০ চওড়া প্যারাশ্যুটের সাহায্যে গতি কমিয়ে ধীরে ধীরে অবতরণ করে রোভার।
এই প্রথম মঙ্গলে অবতরণ করার মতো একটি ঘটনা ভিডিও তোলা সম্ভব হয়েছে এমনটাই জানিয়েছেন নাসার জেট প্রপালশান ল্যাবরেটরির ডিরেক্টর মাইকেল ওয়াটকিন্স।
মাটিতে নামার পর থেকে অবিশ্বাস্য সমস্ত ছবি এবং ভিডিও অনবরত পাঠিয়ে চলেছে রোভার প্রিজার্ভিয়ারেন্স।
দূর থেকে মঙ্গলের মাটি লাল রঙের দেখতে হলেও আদপে কিন্তু লাল নয়। শুধু ছবি নয়, মঙ্গল থেকে মাটি এবং পাথর সংগ্রহ করে ২০৩০ নাগাদ পৃথিবীতে পাঠাতে সক্ষম হতে পারে রোভার। তার পরই ল্যাব অ্যানালিসিস করা হবে।
ছবি সৌজন্য নাসা।