নেপালের পোখরায় রবিবার ঘটে গেল বড়সড় বিমান দুর্ঘটনা। বিমানে ছিলেন ৬৮ জন যাত্রী। দুর্ঘটনার পরেই জোরকদমে শুরু হয়েছে উদ্ধার কার্য। সেনা ও পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন।
জানা গিয়েছে, এটিআর-৭২ বিমানটি কাটমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দেয়। সেই বিমানে ছিলেন মোট ৭২ জন। তাঁদের মধ্য়ে ৬৮ জন যাত্রী এবং বাকি ৪ জন ক্রু সদস্য।
পোখরার কাছাকাছি পৌঁছে হঠাৎই ভেঙে পড়ে বিমানটি। নেপালের সংবাদমাধ্যম থেকে যা জানা যাচ্ছে, তা হল দুর্ঘটনাটি পোখরার পুরনো ডোমেস্টিক এয়ারপোর্ট ও পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে হয়েছে। জানা গিয়েছে অবতরণের মাত্র ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে বিমানটি।
কাঠমান্ডু পোস্টের তথ্য অনুসারে, ওই এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানান, বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন।
এয়ারলাইন্সের মুখপাত্র আরও জানান যে এখনও পর্যন্ত ৩২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টা ১০ মিনিটে দুর্ঘটনা ঘটে। পোখরা উপত্যকায় সেতি নদীর ঘাটে পড়েছিল বিমানটি।
আরও পড়ুন - আখড়ায় বাউলের গান, বিকিকিনি, দু'বছর পর চেনা ছবি জয়দেবের মেলার