scorecardresearch
 
Advertisement
বিশ্ব

দুর্গা রূপে বধ করছেন ট্রাম্পকে, বোনঝির ট্যুইট করা ছবি ঘিরে বিতর্কে কমলা

কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 1/10

দুর্গা রূপে  ডেমোক্র্য়াটদের মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্য়ারিস। অসুরের ভূমিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বাহন সিংহের ভূমিকায় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।  কমলা  ট্রাম্পের কাঁধে  ত্রিশূল বিঁধিয়ে দিয়েছেন।
 

কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 2/10


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফটোশপে তৈরি করা ছবিটি নয়া বিতর্ক তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া এই ছবিকে নিয়ে একেবারেই খুশি নয়। বরং এমন ছবিই ভোটের মুখে বিপাকে ফেলেছে ডেমোক্র্য়াটদের।
 

কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 3/10

নবরাত্রি চলাকালীন মার্কিন-হিন্দু ভোটব্য়াঙ্ককে মাথায় রেখে রীতিমতো ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার কৌশল নিয়েছিলেন ডেমোক্র্য়াটরা, এমনটাই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

Advertisement
কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 4/10


ট্যুইটারে এমন ছবি পোস্ট করেছিলেন কমলা হ্য়ারিসের বোনঝি মীনা হ্য়ারিস। এ ছবি দেখে রীতিমতো ‘ক্ষুব্ধ’ হিন্দু সংগঠনগুলি। এমন ‘আপত্তিকর’ ছবি পোস্ট করার জন্য় ক্ষমা চাইতে হবে কমলার বোনঝিকে, এই দাবি জানিয়েই সোচ্চার হয়েছে হিন্দু সংগঠনগুলি।

কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 5/10


ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে অভিযোগে সোশ্যাল মিডিয়া ক্ষোভে ফেটে পড়ে। বেশিরভাগ মানুষ বলেন, দেবীর মুখে কমলার মুখ বসিয়ে হিন্দুদের অপমান করা হয়েছে। আবার কেউ কেউ দেবীর কাছে প্রার্থনা করেন, যেন ডেমোক্র্যাটদের ভোটে গোহারা হারিয়ে দেন তিনি।
 

কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 6/10

মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী কমলা হ্যারিস গত কয়েকদিন ধরেই নানা কারণে খবরে রয়েছেন। তাঁর নামের বানান নিয়েও আলোচনা চলছে।

কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 7/10

সোশ্যাল মিডিয়ায়  সমালোচনার ঝড় উঠতেই নিঃশব্দে ট্যুইটটি সরিয়ে ফেলেন কমলার বোনঝি মীনা হ্যারিস।

Advertisement
কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 8/10

রিপাব্লিকানদের অভিযোগ প্রথম থেকেই কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূতদের ভোট পেতে মরিয়া প্রয়াস চালাচ্ছেন। আর সেই কারণেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে কাজেও লাগায়িছেন। যদিও ডেমোক্র্যাটদের তরফে এই অভিযোগ বারবার অস্বীকার করা হয়েছে।

কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 9/10

আমেরিকান নির্বাচনে ভারতীয় তথা হিন্দুদের গুরুত্বের কথা মাথায় রেখেই বিগত কিছুদিন ধরে হিন্দু সংগঠনের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন বাইডেন এবং হ্যারিস। এমনকি তারা নবরাত্রি শুভেচ্ছা পর্যন্ত জানিয়েছেন।
 

কমলা হ্যারিসের ছবি ঘিরে বিতর্ক
  • 10/10

ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নিজের দিকে  টানার চেষ্টা করে চলেছেন প্রথম থেকেই। পিছিয়ে নেই  আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিসও।  কমলার দেবী দুর্গা রূপের ছবির প্রভাব আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কতটা পড়বে সেটাই এখন দেখার।

Advertisement