scorecardresearch
 
Advertisement
বিশ্ব

ট্যুইটারে এখন ১ নম্বরে মোদী! নিজের জন্য আলাদা প্ল্যাটফর্ম বানাচ্ছেন ট্রাম্প

Twitter
  • 1/9

ভবিষ্যতেও হিংসায় উস্কানি দিতে পারেন৷ এই আশঙ্কায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পাকাপাকি ভাবে বন্ধ দিয়েছে ট্যুইটার৷ 

Twitter
  • 2/9

গত বুধবার  ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটনের  ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালিয়েছিল৷ যে ঘটনাকে আমেরিকার ইতিহাসে কালো দিন বলে চিহ্নিত করা হচ্ছে৷ ডোনাল্ড ট্রাম্পকেই এই হিংসায় প্ররোচনা দেওয়ার জন্য গোটা বিশ্বে দায়ী করা হচ্ছে৷ তার পরই এই কড়া পদক্ষেপ নিল ট্যুইটার৷ ফেসবুক, ইনস্টাগ্রামও ট্রাম্পকে আপাতত নিষিদ্ধ করেছে৷

Twitter
  • 3/9

পাকাপাকিভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করেছে  ট্যুইটার। গত শুক্রবারই ট্যুইটার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। , ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রে ফের হিংসার পন্থা নিতে পারে এমন আশঙ্কা রয়েছে সেই কারণে তাঁর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে সাসপেন্ড করা হয়েছে, এমন কথাই জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। একটি ব্লগ পোস্টে ট্যুইটারের পক্ষ থেকে বলা হয়, হিংসা প্ররোচিত করার ঝুঁকির কারণে আমরা অ্যাকাউন্টটিকে স্থায়ীভাবে সাসপেন্ড করেছি।

Advertisement
Twitter
  • 4/9

প্রথমে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট @realDonaldTrump বন্ধ করে ট্যুইটার। এরপর অন্য অ্যাকাউন্ট থেকে উদয় হন ট্রাম্প। @POTUS তথা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকাউন্ট থেকে ট্যুইট করা শুরু করেন তিনি। যেখানে টুইটারের উদ্দেশ্যে তোপ দাগেন। ট্যুইটার দ্রুত ট্রাম্পের ওই অ্যাকাউন্টটিও চিরতরে বন্ধ করে দেয়। এরপর @TeamTrump অ্যাকাউন্ট থেকে ফের ট্যুইট করা শুরু করেন তিনি। বাকস্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তোলেন ট্যুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু সেই অ্যাকাউন্টও বন্ধ করে দেয় ট্যুইটার।

Twitter
  • 5/9

তবে এসবে পরোয়া নেই  বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের। এবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে এবার নিজের জন্যই সোশ্যাল মিডিয়া বানাবেন তিনি।

Twitter
  • 6/9

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট  বন্ধ হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি রেকর্ড গড়ে ফেললেন। বিশ্বের সক্রিয় রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখন ট্যুইটারে সবচেয়ে বেশি অনুসরণীকারী রয়েছে । কিছুদিন আগে পর্যন্ত এই রেকর্ডটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে ছিল।

Twitter
  • 7/9

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার সংখ্যা ছিল ৮৮.৭  মিলিয়ন বা ৮ কোচি ৮৭  লক্ষ। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটারে ফলোয়ার সংখ্যা ৬৪.৭ মিলিয়ন অর্থআৎ ৬ কোটি ৪৭ লক্ষ। 

Advertisement
Twitter
  • 8/9

তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার ট্যুইটারে ফলোয়ার সংখ্যা  ১২৭.৯ মিলিয়ন বা ১২ কোটি ৭৯ লক্ষ। তিনিই  বিশ্বের সবচেয়ে অনুসরণীয় রাজনীতিবিদ। যদিও ওবামা বর্তমানে কোনও পদে নেই তাই তাকে সক্রিয় রাজনীতিবিদ হিসাবে বিবেচনা করা যায় না। 

Twitter
  • 9/9

আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বিডেনের টুইটারে ফলোয়ার সংখ্যা ২৩.৩ মিলিয়ন অর্থাৎ ২ কোটি ৩৩ লক্ষ। 

Advertisement