scorecardresearch
 
Advertisement
বিশ্ব

বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা! নয়া আবিষ্কারে হইচই বিশ্বজুড়ে

বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 1/9

জল থেকে জলবিদ্যুৎ তৈরি করা যায়। বাতাসের গতিকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। কিন্তু বাতাস থেকেই পানীয় জল তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন একদল বিজ্ঞানী! নয়া এই আবিষ্কার নিয়েই রীতিমতো হইচই চলছে বিশ্বজুড়ে।

বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 2/9

ন্যাশনাল ইউনির্ভাসিটি অব সিঙ্গাপুরের (NUS) বিজ্ঞানীরা এমন একটি পদার্থ আবিষ্কার করেছেন যা বাতাস থেকে পরিশুদ্ধ পানীয় জল টেনে জলের অভাব দূর করতে সক্ষম। এই বিশেষ পদার্থটির নাম অ্যারোজেল (aerogel)।

বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 3/9

বিজ্ঞানীরা জানাচ্ছেন, অ্যারোজেল পলিমার (aerogel) হল স্পঞ্জের মতো যা বাতাস থেকে জল শুষে নিতে পারে। বিজ্ঞানীদের দাবি, বাতাসে থাকা জলীয় বাষ্পের ৯৫ শতাংশই শুষে নিতে সক্ষম এই পদার্থ।

Advertisement
বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 4/9

জলীয় বাষ্প থেকে জল বের করে আনে অ্যারোজেল (aerogel)। ন্যাশনাল ইউনির্ভাসিটি অব সিঙ্গাপুরের (NUS) বিজ্ঞানীরা যে আলট্রা লাইট অ্যারোজেল তৈরি করেছেন তার প্রতি ১ কিলোগ্রাম ১৭ লিটার পর্যন্ত জলের জোগান দিতে সক্ষম।

বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 5/9

ন্যাশনাল ইউনির্ভাসিটি অব সিঙ্গাপুরের (NUS) বিজ্ঞানীরা জানাচ্ছেন, গরমের সময় অ্যারোজেলের (aerogel) বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা আরও বেড়ে যায়।

বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 6/9

NUS-এর বিজ্ঞানীদের দাবি, পৃথিবীতে জলের অভাব না থাকলেও বিশ্বের বিভিন্ন প্রান্তেই বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। সেই পানীয় জলের অভাব সহজেই দূর করতে সক্ষম হবে এই অ্যারোজেল (aerogel)।

বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 7/9

ন্যাশনাল ইউনির্ভাসিটি অব সিঙ্গাপুরের (NUS) গবেষক, অধ্যাপক হো ঘিম ওয়েই (Ho Ghim Wei) জানান, এই আবিষ্কার নূন্যতম খরচে, বিভিন্ন জলবায়ু পরিস্থিতি অনুযায়ী গ্রহণযোগ্য মিষ্টি পানীয় জল উৎপাদন করতে সক্ষম।

Advertisement
বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 8/9

ন্যাশনাল ইউনির্ভাসিটি অব সিঙ্গাপুরের (NUS) বিজ্ঞানীদের দাবি, অ্যারোজেল (aerogel) থেকে পাওয়া জল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পানীয় জলের মানের সমতুল্য এবং সুমিষ্ট।

বাতাস থেকেই বিশুদ্ধ পানীয় জল তৈরি করছেন বিজ্ঞানীরা!
  • 9/9

ন্যাশনাল ইউনির্ভাসিটি অব সিঙ্গাপুরের (NUS) বিজ্ঞানীদের এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ (Science Advances) সম্প্রতি প্রকাশিত হয়েছে।

Advertisement