scorecardresearch
 
Advertisement
বিশ্ব

বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস

বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 1/9

বিশ্বজুড়ে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। সমুদ্রের তলদেশ ভরে যাচ্ছে প্লাস্টিকে। এই অবস্থায় পরিবেশকে রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীদের কাছে। এবার স্পার্মের (Sperm) মাধ্যমে পরিবেশকে প্লাস্টিকের হাত থেকে বাঁচানোর পদ্বতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। 

বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 2/9

বিজ্ঞানীদের মতে, এই স্পার্মের সাহায্যে পরিবেশকে বাঁচানো যেতে পারে। এই কাজ সফলভাবে করেছেন চিনের বিজ্ঞানীরা। Salmon Fish-এর স্পার্ম থেকে তাঁরা এমন এক জিনিস বানিয়েছেন, যা প্লাস্টিকের বিকল্প হতে পারে। 

বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 3/9

আশার কথা হল, নতুন জিনিসটি প্লাস্টিকের মতো শক্ত আবার এটি সহজেই নষ্ট করা যায়। কীভাবে প্লাস্টিকের এই বিকল্প বানালেন বিজ্ঞানীরা? 

Advertisement
বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 4/9

জানা গিয়েছে, সব্জির রস ও তার সঙ্গে এক ধরনের রাসায়নিক মিশিয়ে তার সঙ্গে স্পার্ম মেশানো হচ্ছে। আর তা থেকে তৈরি হচ্ছে প্লাস্টিকের বিকল্প এই জিনিসটি। 

বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 5/9

বিজ্ঞানীদের দাবি, ওই স্পার্মের সঙ্গে তেল সব্জির তেল ও রায়ানিক মিশিয়ে সেই মিশ্রণ থেকে আদ্রতা বের করে নিতে হবে। তারপর সেই মিশ্রণকে যে কোনও পাত্রে রাখলে তা সেইরকম আকার নেবে। 

বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 6/9

২০১৫ সাল পর্যন্ত এই প্লাস্টিক বানানোর জন্য ৫০ বিলিয়ন টন DNA মজুত ছিল বলে জানা গিয়েছিল। 

বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 7/9

চিনা বিজ্ঞানীরা জানিয়েছেন, এত পরিমাণ DNA-এর সাহায্যে গোটা বিশ্বের বিজ্ঞানীরা সহজেই প্লাস্টিকের বিকল্প বানাতে পারে। যা গোটা বিশ্বকে দূষণের হাত থেকে বাঁচাকে সাহায্য করবে। 

Advertisement
বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 8/9

এমনিতেই দির্ঘদিন ধরে প্লাস্টিকের বিকল্প খোঁজার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এই প্লাস্টিকের কারণে বিশ্ব যে ভয়ঙ্কর দূষণ হচ্ছে, সেই ব্যাপারে কার্যত একমত সবাই। এই অবস্থায় চিনা বিজ্ঞানীদের এই আবিষ্কার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের। 

বিশ্বকে বাঁচাতে ভরসা Sperm, তা দিয়ে তৈরি হচ্ছে আপনার ব্যবহৃত এই জিনিস
  • 9/9

চিনা বিজ্ঞানীদের এও দাবি, Biodegradable Plastic বানানোর জন্য প্রচুর খরচ হয়। লাগে জ্বালানিও। এতে দূষণও বাড়ে। তবে Salmon Fish থেকে স্পার্ম নিয়ে যে প্লাস্টিক তৈরি হয় তা বেশ কম খরচ সাপেক্ষ।  

Advertisement