Advertisement
বিশ্ব

একবছরের মধ্যেই দু'বার সন্তান প্রসব মহিলার! অবাক স্বামী

  • 1/7

করোনা মহামারির কারণে গত দেড় বছরে অনেক কিছুই বদলে গেছে। কারোর পৌষ মাস তো কারও সর্বনাশ। অনেকেই অতিমারির জেরে লকডাউনে নানা বিপদের সম্মুখীন হয়েছেন আবার অনেকে লকডাউনকে পরিবারের সঙ্গে উপভোগ করেছেন। যেমন ইংল্যান্ডের বাসিন্দা এক মহিলার কোলজুড়ে এসেছে চার সন্তান। একবছরে চার সন্তানের মা হয়েছেন তিনি।
 

  • 2/7

ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের বাসিন্দা ৩১ বছর বয়সী জেসিকা প্রিটচার্ড গত ২০২০-তে কন্যা মিয়ার জন্ম দেন। এর মাস এগারো পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা। জেসিকা তিন সন্তানের মা হবেন তা তাঁর বিন্দুমাত্র ধারণা ছিল না। 
 

  • 3/7

ডেইলি মেলের সঙ্গে সাক্ষাৎকারে জেসিকা জানান, আমাদের জন্য লকডাউন একটি চ্যালেঞ্জ ছিল। তবে খুশিও এসেছে ঢের। লকডাউনের শুরুতে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। বছর ঘুরতে না ঘুরতেই আবার মা হন। একসঙ্গে তিন সন্তানের খবরে আমরা একটু ভয়ই পেয়েছিলাম। কিন্তু ততোধিক উৎসাহ ছিল।
 

Advertisement
  • 4/7

তবে খবরে আরেকটি টুইস্ট আছে। জেসিকার আট বছরের আরেক কন্যা সন্তানও রয়েছে। যার নাম মলি। মলি তার ছোট চার ভাই-বোনের থেকে অনেকটাই বড়। তাই বড় দিদি হিসেবে লকডাউনে ভাই বোনেদের খেয়াল রেখেছে। জেসিকা আরও জানান, লকডাউনে করোনাকালে পরিস্থিতি খুবই জটিল হয়ে পড়েছিল। ভবিষ্যতে চার সন্তানকে সামলানো বেশ কঠিন হতে চলেছে।
 

  • 5/7

তিনি জানান, করোনা পরিস্থিতির মধ্যেই আমি আল্ট্রাসনোগ্রাফি করতে যাই। সেসময় সোনোগ্রাফার জানান, তাঁর যমজ সন্তান হতে পারে। এরপর তিনি আরও অবাক করা খবরটি দিয়ে বলেন, যমজ নয় ত্রয়ীর জন্ম দিতে চলেছেন। 

  • 6/7

জেসিকার কথায়, "আমি নির্বাক হয়ে যাই। বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিও চিন্তায় পড়ে যান। প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর যখন স্ক্যানের কপি দেখায় তারপর তিনি বিশ্বাস করেন।" এই খবর শুনে তিনি খুবই খুশি হন।
 

  • 7/7

(ছবি সৌজন্য: জেসিকা প্রিটচার্ড/ ইনস্টাগ্রাম)
 

Advertisement