scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Texas-এ একের পর এক গাছে বিস্ফোরণ, রাতের ঘুম উড়েছে মানুষের

প্রতীকী ছবি
  • 1/7

টেক্সাসে (Texas) চলছে ভারী তুষারপাত। কখনও কখনও তুষার ঝড়ও হচ্ছে। গাছের পাতা দেখা যাচ্ছে না। সবটাই বরফাবৃত। স্বাভাবিক সে এক মনোরম দৃশ্য। তবে গতবছর টেক্সাস ফ্রিজ (Texas Freeze) নামে তুষার ঝড় আসার পর থেকে সেখানে রাতবিরেতে গাছে বিস্ফোরণ হওয়া শুরু হয়েছে। আওয়াজ শুনে কখনও কখনও এমন মনে হয়, যেন গুলি চলছে।  

প্রতীকী ছবি
  • 2/7

টেক্সাসের প্রিন্সটনের বাসিন্দা লরেন রেবার  NBCDFW-এর সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন যে, সারারাত এমন আওয়ার পাওয়া গিয়েছে। পরদিন সকালে জানা যায় যে সেগুলি গাছে বিস্ফোরণ বা গাছ ফাটার শব্দ। কখনও কখনও একসঙ্গে দু-তিনটি গাছ ফাটার আওয়াজ পাওয়া যায়। তারপর সব শান্ত হয়ে যায়। প্রথণ প্রথম তো মানুষ ভয় পেয়ে পুলিশকেও খবর দিয়েছিলেন। পরে আসল কারণ জানা যায়। 

প্রতীকী ছবি
  • 3/7

তবে গাছে এই বিস্ফোরণের কারণ কী? এক্ষেত্রে জেনে রাখা ভাল যে গাছে বিস্ফোরণ কোনও বড় ঘটনা নয়। শীতপ্রধান এলাকায় মাধেমধ্যেই এমনটা হয়। এর কারণ হল, শীতকালে যখন তাপমাত্রা কমে যায়, তখন গাছের ভিতরের তরল অর্থাৎ রস জমাট বাঁধতে শুরু করে। যখন ছালের স্তরগুলির ভিতরে জমা শুরু হয়, তখন কোষগুলি ছড়িয়ে পড়তে শুরু করে। এই প্রক্রিয়াটি শিকড়, কান্ড থেকে শাখাপ্রশাখা পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

 

আরও পড়ুনIRCTC-র রামলালা! কাশী সহ সব তীর্থ একটাই ট্রেনে, ভাড়া কত?

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

একসময় চাপ এত বেশি হয় যে গাছের ছাল ছিঁড়তে থাকে। এমনকি শাখাপ্রশাখাও ভেঙ্গে যায়। কখনও কখনও পুরো গাছটিও ভেঙে পড়ে। আর গোটা ঘটনাটি এত দ্রুত ঘটে যে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো গাছ ফেটে গেলে তার টুকরো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

প্রতীকী ছবি
  • 5/7

যখন তাপমাত্রা খুব নেমে যায়, তখন বড় গাছগুলি লম্বালম্বি অবস্থায় ফেটে যায়। 
 

প্রতীকী ছবি
  • 6/7

গত সপ্তাহে একটি বড়সড় তুষার ঝড়ের কারণে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যায়। বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎ পরিষেবা। যার জেরে কয়েকদিন বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় টেক্সাটের মানুষকে। সেই সময় রাতে এই ধরনের শব্দ শোনা যেত। 
 

প্রতীকী ছবি
  • 7/7

এর চেয়েও ভয়াবহ ঝড় গতবছর ডিসেম্বরে এসেছিল। যার জেরে টেক্সাসের প্রায় ৭০ হাজার মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় বেশকয়েকদিন কাটাতে হয়। তুষার ঝড়ের জেরে তাপমাত্রা দ্রুত নামতে থাকে এবং বেড়ে যায় গাছ ফাটার ঘটনা।

Advertisement