scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Top 10 Armies Of The World: পৃথিবীর সেরা ১০ সেনাবাহিনী, ভারত-পাকিস্তান কত নম্বরে?

বিশ্বের সেরা দশ সেনাবাহিনী
  • 1/11

বিশেষজ্ঞদের হিসেবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী(World Most Powerful) সেনা হল আমেরিকান সেনা। আমরা এই সময়ে পৃথিবীর সেরা দশটি (Top Ten Land army) স্থল সেনার  বিষয়ে আলোচনা করব। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনা, কোন কোন দেশের এবং এই সূচিতে ভারত (India) আদৌ রয়েছে কি না, থাকলেও কত নম্বরে সে বিষয়টি জেনে নেব। সেই সঙ্গে ভারতের চিরশত্রু পাকিস্তান (Pakistan)কত নম্বরে রয়েছে আসুন সেটাও জেনে নিই। এমনকী ভারতকে বিভিন্ন সময় বেগ দেওয়া চিন (China) কত নম্বরে রয়েছে সে বিষয়টি আমরা জানবো বিস্তারিত। আসুন আমরা ১ থেকে ১০ পরপর বিশ্বের সেরা সেনাগুলিকে দেখে নিই। এই তালিকা সেনার সংখ্যা ও সামরিক যুদ্ধাস্ত্র ও ক্ষমতার বিচারে করা হয়েছে।

১. আমেরিকান স্থল সেনা (United States Army)
  • 2/11

১. আমেরিকান স্থল সেনা (United States Army)

২৪৭ বছর আগে স্থাপিত আমেরিকান সেনা বল, পৃথিবীর সবচেয়ে পুরনো শাখা। এর মধ্যে ১০ লক্ষ ৫ হাজার এর বেশি সেনা জওয়ান রয়েছে। যারা রেগুলার আর্মি, আর্মি ন্যাশনাল গার্ড এবং সীমান্তে মোতায়েন রয়েছে। এর মধ্যে দু'লক্ষ ৫২ হাজার এর বেশি সিভিলিয়ান স্টাফ রয়েছে। অর্থাৎ ১২ লক্ষ ৫২ হাজার এর বেশি সৈন্য রয়েছে আমেরিকান সেনাতে। এছাড়া অস্ত্র শস্ত্রও কম নেই।

২. রুশ স্থল সেনা (Russian Army)
  • 3/11

২. রুশ স্থল সেনা (Russian Army)

রাশিয়ান আর্মি স্থাপন হয়েছিল ১৫৫০ খ্রিস্টাব্দে। তাদের মধ্যে ২ লক্ষ ৮০ হাজার অ্যাক্টিভ ডিউটি ওয়ালা জওয়ান রয়েছে। এর মধ্যে অনেকে ইউক্রেনের যুদ্ধে মারা গিয়েছেন। তাই আজকের তারিখে সঠিক সংখ্যা জানা যায়নি।

Advertisement
৩. চিনের সেনা (Chinese Army)
  • 4/11

৩. চিনের সেনা (Chinese Army)

চিনের সেনা গোটা পৃথিবীর লিবারেশন আর্মি বিপিএলে নামে পরিচিত। ৯৪ বছর আগের স্থাপনা হয়েছিল। এর ভিতরে গ্রাউন্ডস, নৌ সেনা, এয়ারফোর্স, রকেট, এবং স্ট্র্যাটেজিক সাপোর্ট রয়েছে। তাঁদের মধ্যে আপাতত ২০ লাখ ৩৫ হাজারের বেশি সৈনিক রয়েছে। ৫১ হাজার সৈনিক বের হয়েছে। সৈনিকের সংখ্যার বিচারে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে তাঁরা। তাছাড়া সমরাস্ত্রেও তাঁরা বিশ্বের সেরা শক্তিগুলিকে টক্কর দিতে পারে।

৪. ভারতীয় স্থল সেনা (Indian Army)
  • 5/11

৪. ভারতীয় স্থল সেনা (Indian Army)

৭২ বছর আগে স্থাপিত ভারতীয় স্থলসেনা পৃথিবীর চার নম্বর শক্তিশালী। সুতরাং ঘাবড়াবার কিছু নেই। আপনার-আমার প্রাণ আমাদের সেনার হাতে সুরক্ষিত রয়েছে। ভারতে মোট ১২ লাখ ৩৭ হাজারের বেশি সেনা অ্যাকটিভ রয়েছে। ৯ লক্ষ ৬০ হাজার রিজার্ভ সেনা রয়েছে। ভারতীয় স্থল সেনার কাছে সমস্ত রকমের যুদ্ধ ট্যাংক, পরমাণু বিষয়ক আইসিবিএম, ক্রুজ মিসাইল, আর্মি এভিয়েশন ফোর্স, হেলিকপ্টার, বেশ কিছু অন্য শাখা রয়েছে। যা আলাদা আলাদা পরিস্থিতিতে মামলা সামলাতে পারে।

৫ জাপান সেনা (Japanese Army) 
  • 6/11

৫. জাপান সেনা (Japanese Army) 

৬৭ বছর আগে তৈরি হওয়া জাপানি আর্মি জাপান self-defense ফোর্সের বলে পরিচিত। তাদের কাছে ২ লক্ষ ৪৭ হাজারের বেশি সক্রিয় জওয়ান রয়েছে। ৫৬ হাজার জওয়ান রয়েছে তাদের কাছে। অত্যাধুনিক যুদ্ধযান ও যুদ্ধাস্ত্র আছে, যা বিশ্বের তাবড় শক্তিকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট।

৬. দক্ষিণ কোরিয়ার সেনা (South Korean Army)
  • 7/11

৬. দক্ষিণ কোরিয়ার সেনা (South Korean Army)

৭৩ বছর পুরনো এই সেনা রিপাবলিক অফ কোরিয়া আর্মি বলে পরিচিত। তাদের কাছে ৪ লক্ষ ২০ হাজার ১৩০ জন সেনা জওয়ান রয়েছে। তাছাড়া ট্যাঙ্ক, যুদ্ধাস্ত্র রয়েছে পর্যাপ্ত পরিমাণে।

Advertisement
৭. ফ্রেঞ্চ আর্মি (French Army)
  • 8/11

৭. ফ্রেঞ্চ আর্মি (French Army)

ফ্রান্সের জওয়ানজের ফ্রেঞ্চ আর্মড ফোর্স বলা হয়। তাদের কাছে ২ লক্ষ ৮ হাজার সক্রিয় জওয়ান রয়েছে। ৩৫ হাজার রিজার্ভ জওয়ান রয়েছে। ১১ হাজার আলাদা আলাদা জায়গায় নিযুক্ত রয়েছে।

৮. ইউনাইটেড কিংডম এর সেনা (United Kingdom Army) 
  • 9/11

৮. ইউনাইটেড কিংডম এর সেনা (United Kingdom Army) 

ইউনাইটেড কিংডম আর্মি ৩৬২ বছর পুরনো। এক সময় ভারত শাসন করা দেশটিকে ভারত টপকে গেলেও এখনও তাদের শক্তি রয়েছে সমনীহ করার মতো। ব্রিটিশ স্থল সেনার কাছে ৮২ হাজার ৪০০ জন একটিভ সেনা রয়েছে। যার মধ্যে প্রায় ৪ হাজার গোর্খা সেনা রয়েছে। ৩০ হাজার রিজার্ভ সেনা রয়েছে।

৯. ব্রাজিল সেনা (Brazilian Army) 
  • 10/11

৯. ব্রাজিল সেনা (Brazilian Army) 

১৮২২ সালে তৈরি হওয়া ব্রাজিল স্থল সেনা ২ লক্ষ ৩৫ হাজার সক্রিয় জওয়ান নিয়ে বিশ্বের নবম শক্তিশালী সেনা। ১৫ লক্ষ ৩৫ হাজার রিজার্ভ সেনা রয়েছে। তাদের কাছেও বিশ্বকে টক্কর দেওয়ার মতো সব অস্ত্র মজুত রয়েছে।

১০. পাকিস্তানি সেনা (Pakistani Army)
  • 11/11

১০. পাকিস্তানি সেনা (Pakistani Army)

সব দিকে দুর্বল দেশ পাকিস্তানে অন্য খাতের চেয়ে সেনাখাতে সবচেয়ে বেশি খরচ করা হয়। তার কারণে ৭৪ বছর আগে তৈরি হওয়া পাকিস্তান স্থল সেনা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাদের মধ্যে প্রথম দশে জায়গা করে নিলেও, অনেকটাই পিছনে অন্য দেশগুলির চেয়ে। তাদের কাছে অ্যাক্টিভ ডিউটিতে মাত্র ৫ লক্ষ ৬০ হাজার জওয়ান রয়েছে। ৫ লক্ষ ৫০ হাজার রয়েছে রিজার্ভে। ১ লক্ষ ৮৫ হাজার ন্যাশনাল গার্ড রয়েছেষ ৬৫০০  সিভিলিয়ান পার্সোনেল রয়েছে। এছাড়া তাদের কাছেও অত্যাধুনিক সমরাস্ত্র কম নেই। আরও বাড়ানো হচ্ছে।

Advertisement