Covid ভ্যাকসিনের ডোজ নিয়ে কোনও ভারতীয় ব্রিটেনে এলেও তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই ঘোষণা করেছে UK প্রশাসন।
তাঁদের তরফে জানানো হয়েছে, কোনও ভারতীয় ভ্যাকসিন নিয়ে তাদের দেশে গেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। UK প্রশাসনের এই নির্দেশের সমালোচনা করেছে কংগ্রেস।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ যেমন বলেছেন, 'Covishield-এর ভ্যাকসিন তৈরি হয়েছে UK-তেই। পুণে থেকে তা সেই দেশে পাঠানোও হয়েছে। তারপরও এরকম সিদ্ধান্ত অবাক করার মতো। একে বিদ্বেষ ছাড়া আর কিছু বলা যায় না।'
কোন কোন দেশের নাগরিকদের ক্ষেত্রে কোয়ারান্টাইনের নিয়ম প্রযোজ্য? UK প্রশাসন জানিয়েছে, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আরব, তুর্কি, জর্ডন, ভারত থেকে আসা নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।
ভারতীয়দের কী কী নিয়ম মানতে হবে? UK প্রশাসন জানিয়েছে, তাদের দেশে আসার ৩ দিন আগে কোভিড টেস্ট করাতে হবে। ইংল্যান্ডে পৌঁছেও Corona পরীক্ষা করাতে হবে।
সেই দেশে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারান্টাইন থাকতে হবে। ইংল্যান্ডে কোথায় থাকবেন, তা জানাতে হবে প্রশাসনকে।