বই লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। A Promised Land নামে সেই বইয়ের উপাখ্যানের একটা অংশ। সেই বইতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কথা উল্লেখ করেছেন বারাক ওবামা। যার মধ্যে রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নামও।
আমেরিকায় ওবামার আমলে এদেশে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। তাই এদেশের ইউপিএ সরকার নিয়ে অনেক কিছুই জানতেন ওবামা। ওবামার কথায় মনমোহন সিং একজন অবিচল মানুষ। তাঁর সঙ্গে প্রাক্তন মার্কিন ডিফেন্স সেক্রেটারি বব গেটসের তুলনাও করেন তিনি।
নিজের বইতে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর নামও রেখেছেন ওবামা। রাগা সম্পর্কে তিনি লিখেছেন, ‘একজন নার্ভাস, অগোছালো ব্যক্তিত্ব। তিনি যেন একজন ছাত্র যে অনেক পড়াশোনা করেছেন ও শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী। কিন্তু তাঁর তৎপরতার অভাব রয়েছে অথবা বিষয়টা বোঝানোর ক্ষমতা কম।’
ওবামার ভারত সফরের সময় রাহুল গান্ধীর ছিলেন কংগ্রেসের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। ২০১৭ সালের ডিসেম্বরে ওবামার শেষবার ভারত সফরের সময় রাহুল তাঁর সঙ্গে দেখা করেন। ট্যুইটারে ওবামার সঙ্গে ছবিও ট্যুইট করেন তিনি। সেইসময় রাহুল লিখেছিলেন, "রাষ্ট্রপতি ওবামার সাথে দুর্দান্ত আলাপ হল।" যদিও সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
নিজের লেখা বই A Promised Land-এ ওবামা রাহুলের পাশাপাশি তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নামও উল্লেখ করেছেন। ওবামা লিখেছেন, ‘আমরা শুধুই চার্লি ক্রিস্ট বা রাহম এমানুয়েলের মত হ্যান্ডসাম পুরুষদের কথা শুনেছি। কিন্তু রাজনীতিতে মহিলাদের সৌন্দর্য্যের কথা শুনিনি। অবশ্যই ব্যতিক্রম সোনিয়া গান্ধী।'
ট্রাম্পের আমলে রুশ-মার্কিন সম্পর্ক তলানিতে ঠেকলেও নিজের লেখায় ভ্লাদিমির পুতিনের উল্লেখ করেছেন ওবামা। তিনি রুশ প্রেসিডেন্টকে স্ট্রিট স্মার্ট বস আখ্যা দিয়েছেন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথাও উল্লেখ করেছেনে মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দুবার ২০১০ ও ২০১৫ সালে ভারতে এসেছিলেন বারাক ওবামা। এর আগে টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে লিখেছিলেন ওবামা।
২০১৫ সালে ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি ছিলেন। সেইবার ভারত সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে "মন কি বাত" অনুষ্ঠানে সহ-হোস্টছিলেন।
ভারতের ভয়াবহ দারিদ্র দূরীকরণ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মহিলাদের সামগ্রিক কল্যাণ সাধনে মোদীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছিলেন ওবামা।
সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশজন ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন নরেন্দ্র মোদী। তাঁকে ভারতের রিফর্মার-ইন-চিফ বলেও সম্বোধন করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।