
নির্জন রাস্তার একপাশে সঙ্গমে মত্ত যুগল। ভাবতেই পারেননি তাঁদের সঙ্গী কী হতে চলেছে। গোটা ঘটনা এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল।

'ডেইলি স্টার' -এ প্রকাশিত সংবাদ অনুযায়ী,ম্যানচেস্টারে, একজন মহিলা তাঁর মোবাইলে গুগল ম্যাপ ব্যবহার করে ঠিকানা খুঁজছিলেন।

সেই সময়ে তিনি গুগল ম্যাপেই দেখতে পান, রাস্তার ধারে এক পুরুষ ও মহিলা সঙ্গম করছেন। তিনি সঙ্গে সঙ্গে ছবি তুলে নেন।

আদতে মার্কিন মুলুকে সমস্ত সিসিটিভি কিংবা রাস্তার ক্যামেরা গুগল ম্যাপে দেখা যায়। সেখানে আশেপাশে কী হচ্ছে সেটাও দেখা যায়।

ওই যুগল যখন সঙ্গম করছিলেন তখন পাশেই একটি ক্যামেরা ছিল। সেটি গুগল ম্যাপে জুম করে দেখা যাচ্ছিল। আর ওই মহিলা সেটাই দেখে ফেলেন।

ওই মহিলা গোটা ঘটনাটি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।

তবে কিছুক্ষণের মধ্যে গুগল ওই ছবিটি তাদের ম্যাপ দেখে সরিয়ে দেয়। কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে যায় এটি।

আদতে এই ঘটনাটি ২০১৩ সালের। নতুন করে ফের একবার ভাইরাল হয় এটি।

অনেকেই বলেন, শুধুমাত্র ওই মহিলা দেখেছেন বলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। তবে কোনও ড্রাইভার দেখলে তখন কী হত ?