Mamata Banerjee On IPAC: 'আমি মনে করি এটা ক্রাইম', I-PAC অফিস থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা

I-PAC অফিসে ED- হানা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নানা তথ্য ও নথি নিয়েছে ED। অনেক তথ্য ট্রান্সফার করেছে। 

Advertisement
'আমি মনে করি এটা ক্রাইম', I-PAC অফিস থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা চক্র নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ED-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়
  • ED ক্রাইম করেছে, অভিযোগ তাঁর

I-PAC অফিসে ED- হানা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নানা তথ্য ও নথি নিয়েছে ED। অনেক তথ্য ট্রান্সফার করেছে। 

মমতা প্রায় ৪০ মিনিট I-PAC-এর অফিসে থাকার পর বেরিয়ে আসেন। তারপর বলেন, 'যখন ওরা রেইড শুরু করে তখন কেউ ছিল না। আমাদের পার্টির ডেটা, ল্যাপটপ, নথি, SIR-এর কাজ চলছে। তার সব নথি ওরা ট্রান্সফার করেছে। এটা পার্টি অফিস। আইপ্যাক তৃণমূলের রেজিস্ট্রেশন করা। আমি মনে করি এটা ক্রাইম। সব টেবিল ফাঁকা। মানে সব কাগজপত্র নিয়েছে। আমরা রেজিস্ট্রার্ড পার্টি। ইনকাম ট্যাক্স দিই। প্রয়োজনে ওরা ইনকাম ট্যাক্স থেকে নিতে পারত কাগজ। আমাদের না জানিয়ে সব করেছে। সব কাগজপত্র তৈরি করতে গেলে ইলেকশন পেরিয়ে যাবে। SIR-এর নামে ওরা যা তা করেছে। জয় গোস্বামী, দেবের মতো তারকাদের কাছে ওরা নোটিশ পাঠিয়েছে SIR নিয়ে। আমাদের প্রার্থীদের তালিকা, তথ্য সব নিয়েছে। এটা হতে পারে না। আমরা রেজিস্ট্রার্ড পার্টি। এটা সবাই জানেন। ফোনে যে সব ভোট সমক্রান্ত নথি আছে, সেগুলো ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। একটা রেজিস্ট্রার্ড জায়গা থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া যায় না।' 

তিনি আরও বলেন, , 'প্রধানমন্ত্রীকে বলছি, দয়া করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন। আমাদের রাজনৈতিক সব নথি নিয়ে নিয়েছে। আমাদের অর্থনৈতিক নথি নিয়ে গিয়েছে। অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বাংলায় জিততে চান তো? তাহলে আসুন, ভোটে লড়ুন। আমি চুপচাপ আছি মানেই দুর্বল ভাববেন না। আমাদের সব কিছু চুরি করছে। আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দিই?'

এদিকে এই নিয়ে বিবৃতি জারি করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। বাংলাকে বদনাম করার জন্য এখন ED-কে ব্যবহার করা হচ্ছে। 

Advertisement

তৃণমূলের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা ঘটনা ঘটানো হয়েছে। অনৈতিক উপায়ে বাংলা দখলের চেষ্টার চক্রান্ত করা হচ্ছে। গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে, বিজেপি এখন ইডিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জোর করে দলীয় নথি, অভ্যন্তরীণ কৌশল, প্রার্থী-সম্পর্কিত বিবরণ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নেওয়ার চেষ্টা করছে। অভিযানটি কর্তৃত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইডি পরিচালিত করেছে। এটাও বৃহত্তম ষড়যন্ত্রের অংশ। মুখ্যমন্ত্রী ও সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন, তিনি এই চক্রান্ত সফল হতে দেবেন না।' 

POST A COMMENT
Advertisement