Advertisement

সরকার গঠনের এক মাসেই মজুরি 300, Alipurduar এ চা শ্রমিকদের বললেন Abhishek Banerjee

আলিপুরদুয়ারে অভিষেকের জনসভা কার্যত জন দরবারে পরিণত হত। চা বাগান শ্রমিকদের নানা অভাব ও অভিযোগ শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চা বাগান শ্রমিকরা পান ২৫০ টাকা মজুরি পান। অভিষেক বলেন,'সরকার গঠনের এক মাসের মধ্যেই এসে সবাইকে নিয়ে বৈঠকে বসব। ২৫০ থেকে ৩০০ টাকা রোজের মজুরি নিশ্চিত করব'।

Advertisement
POST A COMMENT