'বাংলায় বিজেপি সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা আছে আমার'। অ্যাজেন্ডা আজতকে বললেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। সেই সঙ্গে তিনি বলেন,'উত্তরপ্রদেশে এসআইআরের কোনও প্রভাব পড়বে না। আমরা ক্ষমতায় ফিরব'।