Advertisement

দুঃশাসন, বোমরেড থেকে শকুনি, কানকাটা... Amit Shah কে আর কী কী বললেন Mamata Banerjee?

মঙ্গলবার একাধিক ইস্যুতে কলকাতায় বসে রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন শাহ। এরপরেই বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে শাহ-সহ গোটা বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাছা বাছা বিশেষণে পদ্ম শিবিরকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। মমতা এদিন বলেন, "বাংলায় একজন দুঃশাসন এসেছেন। ভোট আসলে বাংলায় দুর্যোধন আর দুঃশাসন আসে। শকুনির চ্যালা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে।" যদিও এই আক্রমণে কোনও নাম উল্লেখ করেননি তিনি। এরপর বিজেপিকে 'রাজনৈতিক হ্যাংলা' বলেও কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, বিজেপিকে দূরাচারী, দাঙ্গাকারী, ব্যাভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তকারি, স্বৈরাচারী - বলেও তোপ দাগেন মমতা।

Advertisement
POST A COMMENT